বদরগঞ্জ প্রতিনিধি
মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ। বর পক্ষের খাওয়া দাওয়া শুরু। বর পক্ষ যাতে আরাম আয়েশে খেতে পারেন এজন্য সেখানে স্ট্যান্ড ফ্যানেরও ব্যবস্থা করা হয়। কিন্তু খাওয়া খাওয়ার মাঝে একটি ফ্যান বন্ধ হয়ে যায়। দ্রæত তা ঠিক করতে যান কনের বাবা আতিয়ার রহমান। এসময় অসাবধানতাবসত তিনি তারে জড়িয়ে পড়েন। তাকে দ্রæত নেয়া হয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষনা করেন। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার কালুপাড়া ইউনিয়নের উত্তর কালুপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আতিয়ার রহমান দামোদরপুর ইউনিয়নের প্রামানিকপাড়া গ্রামের তবারক রহমানের ছেলে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ‘গত শুক্রবার তবারকের কন্যা আইরন নাহারের বিয়ে হয় দামোদরপুর ইউনিয়নের প্রামানিকপাড়া গ্রামের সাজ্জাদ মিয়ার ছেলে রায়হানুল হকের সঙ্গে। ওইদিন বিয়ের আয়োজন করা হয়েছিল কালুপাড়া ইউনিয়নের উত্তর বকালুপাড়া গ্রামে কনের নানা আব্দুল গফফারের বাড়িতে। রাত ১০টার দিকে বিয়ে সম্পন্নতা হলে বর পক্ষের খাওয়া দাওয়া চলে। এ সময় প্যান্ডেলে স্টান্ড ফ্যান ঠিক করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার সত্যতা স্বীকার করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
আশরাফুল আলম আপন
0 Comments